গাংনীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:25 PM, 17 March 2023

রাব্বি আহমেদঃমেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ইটভাটা মালিককে ৫৫ হাজার জরিমানা করা হয়েছে। সড়কে মাটি ফেলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে জরিমানা করা হয়।শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামিম এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটা কর্তৃপক্ষ গাংনী থানাপাড়া ধানখোলা সড়কে মাটিবাহী গাড়ি দিয়ে মাটি বহনের সময় মাটি পড়ে সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আস্থা ব্রিকস ২০ হাজার, দোয়েল ব্রিকস ১৫ হাজার, পান্না ব্রিকস ২০ হাজার টাকা জরিমানা করেন। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।

আপনার মতামত লিখুন :