গাংনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:40 PM, 24 July 2021

কঠোরতম বিধিনিষেধ বা লকডাউন বাস্তবায়নে কঠোরতা দেখাচ্ছে গাংনী উপজেলা প্রশাসন। শনিবার গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এ অভিযান পরিচালনা করছেন।
জানা গেছে, নির্বাহী মাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে গাংনী উপজেলার বামুন্দি বাজার, মটমুড়া, রায়পুর ও গাংনী পৌরসভা এলাকায় কোভিড-১৯ প্রতিরোধকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার দায়ে ১১ জন ব্যাক্তিকে ৫ টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বামুন্দি পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গাংনী উপজেলার সহকারী কমিশনার।
এদিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম, সহকারি কমিশনার নাজমুল আলম ও জেলা প্রশাসনের আরও দুই জন সহকারি কমিশনার গাংনী উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

আপনার মতামত লিখুন :