গাংনীতে বিষ দিয়ে ১৩টি হাঁস মারার অভিযোগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:21 PM, 01 December 2020

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে খাবারের মধ্যে বিষ দিয়ে ১৩টি পাতি হাঁস মারার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,নিত্যানন্দপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে হারলিসন সরকার নিপুর ১৩টি হাঁস বিষ দিয়ে মেরে ফেলেছে একই গ্রামের আদম সরকার।
গত সোমবার এ হাঁস মারার ঘটনা ঘটে।

নিপু তার হাঁস নিয়ে আদম সরকারের ধানের ক্ষেতে চরাতে যান। এসময় ক্ষেতের মধ্য রাখা বিষ মিশ্রিত খাবার খেয়ে তার ১৩টি হাঁস মাঠেই মারা যায়।

হাঁস মালিক নিপুর অভিযোগ, পরিকল্পিত ভাবে আদম সরকার বিষ দিয়ে হাঁস মেরে ফেলেছে।

এ বিষয়ে আদম সরকারের ছেলে রুমন জানায়,আমাদের ধানের ক্ষেতে হাঁস চরিয়ে ক্ষতি করে আসছিল। তাদের বার বার নিষেধ করেও, নিষেধ শোনেনি। কোন উপায় না পেয়ে ধানের ক্ষেতে খাবারের সাথে বিষ দেয়া হয়েছিল।

হাঁস মালিক নিপু জানান,আদম সরকার ধানের জমিতে বিষ দেয়ার বিষয়ে কখনও জানাননি।

এ দিকে হাঁস মালিক নিপু আদম সরকারের নামে গাংনী থানায় একটি অভিযোগ করেছেন।

গাংনী থানা সূত্র জানায়,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :