গাংনীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:55 PM, 23 September 2020

মেহেরপুরের গাংনীতে জোবায়দা আরফিন বণ্যা(৩০) নামের এক গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে। গত সোমবার(১৪ সেপ্টেম্বর) তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ও চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জোবায়দা আরফিন বন্যা উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের হাজীপাড়ার এরশাদ আলীর স্ত্রী।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ফেরদৌসী বেগম জানান, হঠাৎ জোবাইদা আরেফিন বন্যা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত তার বাসায় ছুটে যাই। কেন কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানা নেই।

স্থানীয়রা জানায়, জোবাইদা আরেফিন বন্যা তার নিজ বসতঘরে বিষপানে আত্মহত্যার চেষ্টার পরে তাকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। তিনদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আবারো অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান,এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন :