গাংনীতে বিভিন্ন সভায় যোগদান করলেন-এমপি খোকন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:49 PM, 15 October 2020

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সভায় যোগদান ও উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মেহেরপুর-০২আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে মুখ্য উপদেষ্টা ছিলেন এমপি সাহিদুজ্জামান খোকন।

উপদেষ্টা ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। এ সময় থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা মহিলা বিষয়ক সম্পাদকা নুরজাহান বেগমসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা পৌনে ১২টার দিকে তেরাইল চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শ্রেণিকক্ষ নির্মাণ ভবনের উদ্বোধন করেন এমপি খোকন।

এ ভবনের চুক্তিমূল্য ৮২,৩৩,২৫৬,৬০০ টাকা, গাংনী এলজিইডি অফিস এ ভবন নির্মাণ কাজের বাস্তবায়ন করে। মেসার্স আকাশ এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বামন্দি জিসি – করমদি জিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি। ৬,৪৫০ মিটার উন্নয়ন কাজের চুক্তিমূল্য ৯,৪৫,৫৩,৩১৭.৪১ টাকা।

এলজিইডি অফিস এ কাজের বাস্তবায়ন করেন। পরে বেলা একটার দিকে নওদাপাড়া জিসি-(নওদাপাড়া মোড়)- প্রাগপুর জিসি ৪,২৯৬ মিটার রাস্তা মেরামত উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি। চুক্তিমূল্য ৩,৫১,৬৮,০৪০.১৮৮ টাকা। এলজিইডি অফিস এ প্রকল্পের বাস্তবায়ন করে।

পরে বেলা ২ টার দিকে রামনগর চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) শ্রেণিকক্ষ নির্মাণ ভবনের উদ্বোধন করেন এমপি খোকন। এ ভবনের চুক্তিমূল্য ৪৯,৮৮,৬১৫.০০ টাকা, গাংনী এলজিইডি অফিস এ ভবন নির্মাণ কাজের বাস্তবায়ন করে। বিকেল ৫ টার দিকে বামন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় যোগ দেন তিনি।

মহব্বতপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত সভায় তিনি এলাকাবাসীর সমস্যার কথা শোনেন এবং সমস্যা বিষয়ে সম্ভাব্য সমাধান দেন।

এ সময় বামন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল, পৌর কাউন্সিলর নবীর উদ্দিন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাপ আলী শেখ, ঠিকাদার আশিকুর রহমান আকাশ, ফারুক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :