গাংনীতে ফেন্সিডিলসহ আটক-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:25 AM, 25 August 2020

মেহেরপুরের গাংনীতে ২২ বোতল ফেন্সিডিলসহ এক জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আটক করে। আটককৃত হলো,উপজেলার কাজিপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মিল্টন হোসেন(৩০)

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,গাংনী উপজেলার কাজিপুর মুন্সিপাড়ায় পাকা রাস্তার ওপর মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২ বোতল ফেনসিডিলসহ মিল্টনকে আটক করে জেলা ডিবি পুলিশ। তিনি আরো জানান,আটককৃত লিটনের ইতিপূর্বে ২টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।আটককৃত মিল্টনের বিরুদ্ধে আরো একটি মামলা প্রক্রিয়া চলছে।

Detention with Phensidyl in Gangni-1

Rabbi Ahmed:District DB police have arrested a man with 22 bottles of Fencidil in Gangni of Meherpur. He was arrested around 6:30 am on Tuesday. Milton Hossain, 30, son of Md Shahidul Islam of Kazipur village of the upazila was arrested.

Meherpur District DB Police OC Zulfiqar Ali said the district DB police arrested Liton along with 22 bottles of Phensidyl in an anti-drug operation led by SI Ajay Kumar Kundu on the basis of reports that drugs were being smuggled on paved roads in Kazipur Munsipara of Gangni Upazila. He further said that the arrested milton already has 3 cases including 2 drug cases. Another case is being processed against the arrested milton.

আপনার মতামত লিখুন :