গাংনীতে পাওনা টাকা চাইতে গিয়ে হামলায় আহত-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:15 AM, 27 June 2022

মেহেরপুরের গাংনীতে পাওনা টাকা চাইতে গিয়ে লাঠির আঘাতে আহত হয়েছেন দলিল হোসেন (৫০) নামের একজন।
গতকাল রবিবার (২৬ জুন), রাত পোনে ৮ টার দিকে গাংনী উপজেলার মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ বছর পূর্বে মাইলমারী মসজিদ পাড়ার দলিল হোসেন গরু বিক্রি করেন একই গ্রামের নুহুর আলীর ছেলের কাছে। দীর্ঘদিন অতিবাহিত হলেও কিছু টাকা পাওনা থাকায় সে টাকা চাইতেই বাকবিতন্ডা হয় দলিল হোসেন ও শাহিন আলীর মধ্যে। এনিয়ে শাহিন আলী ফোনে তার বাবাকে ডাকলে বাবা নুহুর আলী ও তার ভাইয়ের ছেলে মোহন আলী ও বিপ্লব হোসেনকে সঙ্গে নিয়ে উপস্থিত হয় মসজিদ পাড়ায় দলিল হোসেনের বাড়ির সামনে। এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দলিল হোসেনের উপর। উপর্যুপরি কিল-ঘুষিসহ লাঠির আঘাতে মারাত্মক ভাবে আহত হন দলিল হোসেন।
স্থানীয়রা দলিল হোসেন কে উদ্ধার করে গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা হেলথ্ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঠোঁটে ১৪ টি সেলাই হয়েছে। তবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
তবে মারপিটের ঘটনায় জড়িতদের সাথে যোগাযোগ করতে না পারায় কি কারণে মেরে আহত করা হয়েছে সে তথ্য পাওয়া যায়নি।
এলোপাতাড়ি ভাবে মারপিটে আহত করার ঘটনায় গাংনী থানায় মামলা করবেন বলে আহতের পরিবারিক সূত্রে জানা গেছে।
এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক কে ফোন করা হলে তিনার ফোন ব্যস্ত পাওয়া যায়। পরবর্তীতে ডিউটি অফিসার এস আই আতিক কে ফোন করা হলে ঘটনা সম্বন্ধে অবগত নন বলে জানান।

আপনার মতামত লিখুন :