গাংনীতে জুয়াড়ীদের আটক করতে ৯৯৯ ফোন, পুলিশ পৌছানোর আগেই পালিয়ে গেল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:10 PM, 22 April 2021

মেহেরপুরের গাংনীতে জুয়াড়ীদের আটক করাতে ৯৯৯ ফোন দিলেও পুলিশ পৌছানোর আগেই পালিয়ে গেল জুয়াড়ীরা।
স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের একটি চক্রের পৃষ্ঠপোষকতায় কয়েকটি পাড়ায় নিয়মিত জুয়াড় আসড় বসে। স্থানীয় কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়িতে বার বার অভিযোগ দিলেও কোন জুয়াড়ীকেই এ পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

তারা আরো গাংনীর চোখ’কে জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১ টা ৫৫ মিনিটে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই আসাদুজ্জামানকে ফোন দিলে তিনি আই সি স্যারকে জানাতে বলে। পরে দুপুর ১২টা ১ মিনিটে ৯৯৯ ফোন দিলে প্রায় ১ঘন্টা পর ১২ টা ৫৫ মিনিটে কুমারীডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী মুঠো ফোনে জানান এএসআই আসাদুজ্জামান ও কনস্টেবল গোলাম মোস্তফাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল কিন্তু কোন জুয়াড়ীকে পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবী কুমারীডাঙ্গা থেকে বাওটের দূরুত্ব মাত্র ৪/৫ কি.মি। এতটুকো রাস্তা আসতে কিভাবে ১ ঘন্টা সময় লাগে। পুলিশ আসার আগেই জুয়াড়ীরা কিভাবে পুলিশ আসার তথ্য পেয়ে গেল এমন প্রশ্নও জনমনে।

মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি গাংনীর চোখ’কে জানান, বিষয়টি তদন্ত করে অবস্যই ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার ব্যপারে কোন ছাড় দেওয়া হবে না।

আপনার মতামত লিখুন :