গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:31 AM, 17 March 2021

মেহেরপুরের গাংনীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার ভোর ৬ টার দিকে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। সকাল সাড়ে ৮ টার দিকে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকারি-বেসরকারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক অঙ্গ সংগঠন ও সামাজিক সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করেন। পুষ্পার্ঘ অর্পণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার(ভূমি) নুর-ই-আলম সিদ্দিকী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল, পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গাংনী আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা জাপা সভাপতি আব্দুল হালিম।

এ সময় গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবুল কাশেম অনুরাগী, কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :