গাংনীতে গরীবের ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত। কৃতজ্ঞতা প্রকাশ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:04 PM, 18 August 2020

মেহেরপুরেরর গাংনীতে গরীবের ডাক্তার নামে খ্যাত ডা. অশোক চন্দ্র বিশ্বাস করোনা মুক্ত হয়েছেন।কুষ্টিয়া ইসলামীয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র টেকনিক্যাল অফিসার ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর স্বামী অশোক চন্দ্র বিশ্বাস করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

ইতোমধ্যে মেডিকেল টেকনোলজি ল্যাব সুনিতা রানীর করোনা প্রজেটিভ তিনিসহ পরিবারর সকলে চিকিৎসাধিন রয়েছে।করোনার রিপোর্ট ডাক্তার অশোক চন্দ্র বিশ্বাসের নেগেটিভ আসায় তিনি স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী, শুভানুধ্যায়ী সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।

গাংনী র‌্যাব ক্যাম্প পাড়ার স্বর্গীয় শচীন চন্দ্র বিশ্বাসের ছেলে অশোক পেশাগত দায়িত্ব পালনকালে গরীব অসহায় মানুষের পাশ থেকে মানুষের মমত্ব,বিনয়ী , মার্জিত, সদা হাস্য অশোক জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মন জয় করে স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। তিনি গরীব রোগীদের সেবা দিয়েও কোন ফিস নেন না। তিনি সকলের কাছে কৃতজ্ঞ। তিনি স্বাস্থ্যবিধি মেনে নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছিলেন।

আপনার মতামত লিখুন :