গাংনীতে কারখানা সিলগালা,৩২০ বস্ত ফিড জব্দ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:35 PM, 16 May 2022

মেহেরপুরের গাংনীতে এইচবি ক্যাটল ফিড নামের একটি কারখানা সিলগালা  ও ৩২০বস্ত জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।আজ সোমবার(১৬-মে) উপজেলার রায়পুর ইউনিয়নের ইকুড়ি গ্রামে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাজমুল আলম।

গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এইচবি ক্যাটল ফিড মিলে অবৈধভাবে পোলট্রি খাবার প্রস্তুত করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। কারখানার মালিককে না পাওয়ায় বিভিন্ন কোম্পানির ৩২০বস্ত ফিড জব্দ করা হয়, সেই সাথে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলাউদ্দিন ও গাংনী থানা পুলিশের একটি দল

আপনার মতামত লিখুন :