গাংনীতে করোনা আক্রান্তে মারা যাওয়া মুক্তিযােদ্ধার দাফন কাজে ছাত্রলীগের অংশগ্রহণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:22 PM, 08 July 2021

করােনার থাবায় যখন সারা বিশ্ব স্থবির। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যােগ হচ্ছে অসংখ্য মানুষ। করােনার থাবায় বাংলাদেশের মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। চলছে লকডাউন।

কর্মহীন মানুষেরা পড়েছে বিপাকে। আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান শুরু হয়েছে। এদিকে মেহেরপুরে প্রতিদিনই বাড়ছে করােনা আক্রান্ত। মারা যাচ্ছে মানুষ। আর এ মুহুর্তে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি দিতে মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ করােনা আক্রান্তে মারা যাওয়া ব্যক্তির দাফনের দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার তারই দৃষ্টান্ত স্থাপন করেছেন ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে করােনা আক্রান্তে মারা যান মেহেরপুর জেলার গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযােদ্ধা আব্দুল গনি। করোনায় মারা যাওয়া আব্দুল গনিকে দাফন কাজে মানুষ যখন আক্রান্তের ভয়ে পিছুপা হচ্ছিল। ঠিক তখন মেহেরপুর জেলা ছাত্রলীগের গঠিত জেলা স্বেচ্ছাসেবক কোভিড ১৯ ইউনিট বীর মুক্তিযােদ্ধা আব্দুল গনির বাড়িতে হাজির। পরে এ ইউনিট আব্দুল গনিকে দাফন করে।
মেহেরপুর জেলা ছাত্রলীগ সূত্র জানায়,ছাত্রলীগের মেহেরপুর জেলা করোনা প্রতিরোধ, সচেতনতা সৃষ্টি ও সহায়তা প্রদান স্বেচ্ছাসেবক ইউনিটের আহ্বায়ক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্য, গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্য ও গাংনী পৌর যুবলীগের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন উজ্জল, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের জেলা সভাপতি ইউসুফ আলী, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মােহন, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন নিজেদের জীবনের ঝুাঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।

এছাড়া ছাত্রলীগের কোভিড-১৯ স্বেচ্ছাসেবক ইউনিটের সদস্যরা অক্সিজেন সেবা, চিকিৎসা সহায়তা, খাদ্যদ্রব্য সহায়তা ও মাস্ক বিতরণসহ সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

আপনার মতামত লিখুন :