গাংনীতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইউপি সদস্য সহ নতুন আক্রান্ত ৯

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:18 AM, 10 August 2020

মেহেরপুরের গাংনীতে দিনদিন করোনা আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে। নমুনা পরীক্ষার ফলাফল বিলম্ব পাওয়া,স্বাস্থ্যবিধি না মানা,যত্রতত্র চলাচল, জনসমাগম ও প্রশাসনের নজরদারি না থাকার কারনে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় গাংনী উপজেলায় ইউপি সদস্য সহ ৯জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে গাংনী উপজেলা মোট আক্রান্তের সংখ্যা ১শ’ ছাড়ালো। মৃতের সংখ্যা : ৪ জন।
নতুন আক্রান্তরা হলেন,ষোলটাকা ইউপি সদস্য ও মহেষপুর গ্রামের বাসিন্দা মো: মকলেচুর রহমান,গাড়াডোব গ্রামের সানোয়ার হোসেন ওরফে আনোয়ার,ওলিনগর গ্রামের আশরাফুল ইসলাম,গাংনী হাসপাতালের কর্মী আব্দুল মতিন,পশ্চিম মালসাদহের আবুজর,বামুন্দী বাজার পাড়ার আকিব আল আমিন,চৌগাছা পশ্চিম পাড়ার শামিম,ছাতিয়ান গ্রামের আসাদুজ্জামান ও সহগোলপুর গ্রামের আজিজুল হক। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিয়াজুল আলম বলেন, আক্রান্তদের বাড়ি প্রশাসনের পক্ষ থেকে লকডাউন করা হবে। এছাড়া আক্রান্তরা নিজ নিজ বাড়ি থেকে চিকিৎসা সেবা নেবেন। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

আপনার মতামত লিখুন :