গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ২ জন অসুস্থ : লক্ষাধিক টাকা খােয়া

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:07 AM, 03 June 2023

মমেহেরপুরের গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে শাহাবুদ্দীন ওরফে রাজা (৩৫) ও আব্দুর রহমান (৬৫) নামের দুই ব্যক্তির অসুস্থ হয়েছেন। এসময় গরু কেনার জন্য গচ্ছিত ১ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

শুক্রবার (২ জুন) দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া এরা হলেন- গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে শাহাবুদ্দীন ওরফে রাজা (৩৫) ও গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের মৃত এলাহী বকসের ছেলে আব্দুর রহমান (৬৫)। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গাংনী পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শাহাবুদ্দীন (রাজা) বাসযোগে মেহেরপুরে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পডেন। এসময় পরিচিত কয়েকজন যাত্রী তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে, শিশিরপাড়া গ্রামের চা ব্যবসায়ী মখলেছুর রহমান জানান,শিশিরপাড়া গ্রামের আব্দুর রহমান শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাস যোগে বামন্দী হাটে গরু কিনতে যাচ্ছিলেন।

বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার সাথে থাকা ১ লাখ ৪০ হাজার টাকা খোয়া গেছে। ওই সময় কয়েকজন পরিচিত যাত্রী পরিবারের সংবাদ দিলে, পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গাংগী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দু’জন অসুস্থ হওয়ার সংবাদ শুনেছি। কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :