গাংনীতে অগ্নিকান্ডে এক হতদরিদ্রর বসতঘর পুড়ে ছাই, ২ লাখ টাকার ক্ষতি।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:37 PM, 05 April 2021

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী গ্রামের বহলপাড়ার মরজেন আলীর ছেলে কামাল হোসেনের (৪০)রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে বসত ঘর সহ গৃহপালিত পশুর ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২ এপ্রিল ২০২১) সন্ধ্যা ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের করমদী গ্রামের বহলপাড়ার কামাল হোসেনের রান্না ঘর থেকে আগুনের শুত্রপাত হয়ে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহুর্তের মধ্যে বসতঘর খাবার সামগ্রী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।হাসঁ মুরগী পূড়ে ছায় হয়ে গেছে, ২ টা গরু অর্ধপুড়া অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে বামুন্দী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বেই সব পুড়ে ছায় হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক কামাল হোসেন বলেন, অনেক কষ্ট করে এ ঘরবাড়ি করে বসবাস করতাম। সবইত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এখন রাতে মাথা গুজার ঠাই নাই। আমি এখন স্বর্বশান্ত হয়ে গেলাম। আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাহেব ঘটনাস্থলে উপস্থিত হোন। অসহায় পরিবারটির প্রতি সহানুভূতি জানান এবং পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :