খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর….ছাত্রলীগ সম্পাদক আসিফ ইকবাল অনিক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:15 PM, 15 December 2020

আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয় বলেছেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক।

আজ মঙ্গলবার রাত ৮ টায় উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামে ব্যাডমিন্টন খেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, খেলা যেমন মানুষের মনকে সুন্দর রাখে, তেমনি জীবনের চলার পথটা করে দেয় সুন্দর। সুস্থ দেহ থাকলে, একটা সুস্থ মনও থাকবে।

বর্তমানে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকাসক্তি-মানুষের মন-মানসিকতা ও সমাজকে কলুষিত করে দিচ্ছে। এখান থেকে আমাদের যুব-সমাজকে ফিরিয়ে আনতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
চরগোয়ালগ্রাম সর্দার পাড়া যুবসংঘের আয়োজন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাহান আলি, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বখতিয়ার হোসেন। এসময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি জামিরুল ইসলাম, নবীনলীগের সভাপতি তৌফিক আজিজ মুন্না, বামুন্দী ইউনিয়ন ছাত্রলীগের নেতা টিপু,সাইফ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক এ খেলা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন :