খুলনার সংবাদপত্র “দৈনিক খুলনা টাইমস” মিডিয়া তালিকাভুক্ত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:28 PM, 03 April 2022

মোঃ সুমন আহমেদ সম্পাদনায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা “দৈনিক খুলনা টাইমস” সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়েছে।
বুধবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) রোকসানা আক্তার স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা যায়। সেখানে উল্লেখ পত্রিকাটির বিজ্ঞাপন হার প্রতি কলাম ইঞ্চি ৩শ’ ৩০ টাকা নির্ধারণের সাথে শর্তসাপেক্ষে তালিকাভুক্ত করা হলো। নূন্যতম প্রয়োজনীয় সংখ্যক কপি মুদ্রণ, অত্র অফিসে প্রেরণ ও বছরান্তে নিয়মিত নিরীক্ষা সম্পন্ন করার শর্তে জুড়ে দেয়া হয়েছে। আর শর্ত লঙ্ঘনে তালিকা থেকে নাম বাদ যাবে বলেও পত্রে বলা হয়।

দেখা গেছে, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মো: তৌফিকুল ইসলাম কর্তৃক দৈনিক খুলনা টাইমস সম্পাদক বরাবর পাঠানো উল্লেখিত পত্রটির অনুলিপি পাঠানো হয়েছে খুলনা জেলা প্রশাসক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১), চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ-পরিচালক (নিববন্ধন), খুলনা বিভাগীয় তথ্য অফিসের পরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা (বিজ্ঞাপন) এবং মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীর কাছে।

আপনার মতামত লিখুন :