কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ এর প্রধান সমন্বয়ক নির্বাচিত হলেন মামুন অর রশিদ বিজন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:50 PM, 08 October 2020

এসো মোরা করি কাজ মানবতার কল্যাণে গড়ি সমৃদ্ধ সমাজ এই স্লোগানকে নিয়ে মেহেরপুর জেলায় সামাজিক উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ’র প্রধান সমন্বয়ক হিসাবে মনোনীত করা হয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা মামুন অর রশিদ বিজন কে। গতকাল ০৭/১০/২০২০ তারিখ রোজ বুধবার সিএফএইচ এর সকল সদস্যদের ভারচুয়াল মিটিংয়ের মধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয় সংগঠনটির সদস্যবৃন্দ। ২০১৮ সাল হতে একঝাঁক তরুণদের নিয়ে গাংনী উপজেলা তথা মেহেরপুর জেলার সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষদের নিয়ে মানবিক কাজ করছে সিএফএইচ। সিএফএইচ জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে আসছে। করোনা সংকটকালে ত্রাণ সরবরাহ থেকে শুরু করে নগদ অর্থ প্রদান,বিভিন্ন এলাকায় প্রায় ১৫ হাজার বৃক্ষরোপণ, অসহায় শিশুদের মাঝে ঈদ উপহার, শীতকালে শীতবস্ত্র বিতরণ নানা ধরনের সামাজিক উন্নয়ন মুলক কাজ অত্যান্ত সুন্দর ও সফল ভাবে করে যাচ্ছেন।

আপনার মতামত লিখুন :