করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান মারা গেছেন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:32 PM, 26 August 2020

কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত কয়েকদিন তিনি লাইফ সার্পোটে ছিলেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হয়ে ২০১৯ সালের ৩১ আগষ্ট যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানায় সাব ইন্সপেক্টর হিসেবে তিনি এর আগে দায়িত্ব পালন করেছেন। তিনি কুষ্টিয়ার মানুষের কাছে অনেক আপনজন ছিলেন। গত ১৪ আগষ্ট তিনি করোনা আক্রান্ত হন এবং শ্বাসকষ্ট শুরু হলে ১৫ আগষ্ট তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রাত ১০ টায় কুষ্টিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

 

Kushtia Daulatpur Police Station OC Arifur Rahman died of corona

Rabbi Ahmed:Kushtia’s Daulatpur Police Station OC Arifur Rahman died of corona. He died at Rajarbagh Police Hospital at 9.45pm on Wednesday. The last few days he was in life support. He joined Kushtia’s Daulatpur Police Station as an officer-in-charge on August 31, 2019. Earlier, he was the officer-in-charge of Railway Police Station Santahar. He had earlier served as sub-inspector in Daulatpur, Kumarkhali and Model police stations in Kushtia. He was very close to the people of Kushtia. He contracted corona on August 14 and was admitted to Rajarbagh Police Hospital in Dhaka on August 15 when he started having difficulty breathing. He died Wednesday while undergoing treatment. His untimely death has cast a shadow of mourning over people of all walks of life. Kushtia Additional Superintendent of Police Mustafizur Rahman confirmed the news of his death at 10pm.

 

আপনার মতামত লিখুন :