এক্ষুনি মেঘ আসবে ধেয়ে

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:46 AM, 03 July 2022

শাখে শাখে আজ ফুটেছে ফুল,
আষাঢ়ের বারী বইছে ধরায়;
রচ তোমার যত কবিতা গান
এখনই যে অলস সময়!

কার পানে আজ রয়েছো চেয়ে,
এক্ষুনি মেঘ আসবে ধেয়ে ‘
কানে কানে শুধু বলে যাও তুমি ;
ভিজব শুধু এই বর্ষায়।

তোমার কবিতার ছন্দে ছন্দে,
মন বুজি আজ নাচে আনন্দে।
হিয়ার মাঝে রয়েছো তুমি,
এ বুজি আজ বৃষ্টির ছন্দে !

দেখি নব সাজ ধরনী আজ,
সেজেছে বুজি নতুন সাজে;
বৃষ্টির ছন্দে, দোয়েলের শিষ-
ব্যকুলিয়া ওঠে মন আনন্দে।

এক্ষুনি মেঘ আসবে ধেয়ে,
সাঁতার কেটে, খেলব খেলা;
মনের গহীনে কি যে হিল্লোল –
সেজেছে ধরনী নতুন সাজে!

বইছে বাতাস মৃদু মৃদু,
ঝিরিঝিরি এই বৃষ্টির ছন্দে ;
রচে লও গান কবিতা –
রঙিন প্রেমের স্বপ্ন এঁকে।

লেখকঃহাওলাদার বেলাল

৩/০৭/২২,সময়, রাতঃ১.১০মি.

আপনার মতামত লিখুন :