ইফতারি শেষে মায়ের হাতে ভাত খাওয়া হলো না,স্কুলছাত্রে আসিম’র

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:01 PM, 03 April 2022

ইফতারি শেষে মায়ের মায়ের কাছে ভাত খেয়েছে ছিলেন স্কুলছাত্র আসিম(১৭)। কিন্তু ভাত খাওয়া হলো না, চলে গেলেন না ফেরার দেশে।বলছিলাম মেহেরপুরে সদর উপজেলার শালিকা গ্রামের ছলিম বিশ্বাসের ছেলে নবম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্র আসিম’র কথা। আজ রবিবার মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় নিহত হন আসিম।

পরিবার সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানের রোজার ইফতারি শেষে মায়ের কাছে ভাত খেতে চেয়েছিলেন’ স্কুল ছাত্র আসিম। আসিম’র মা কাজে ব্যস্ত থাকায় একটু পরে ভাত দিতে চেয়েছিলাম। বড় ভাইয়ের মোটরসাইকেল উঠানে ছিল সুযোগ পেয়ে একটু স্বস্তির আশায় ইফতারি শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাধাকান্তপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা। পরে স্থানীয়রা পরিবারকে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে আসিম’র বাড়িতে নিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা গাছকে ধাক্কা দেয়। দেওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে আসিম মারা যায়।

মেহেরপুর সদর থানার ওসি শাহদারা খান পিপিএম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে স্কুল ছাত্র নিহত হয়েছে এমন সংবাদ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :