ইউটিউব কপিরাইট এক্সপার্ট মেহেরপুরের এম. আলছাহাব মল্লিক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:56 PM, 04 May 2023

মেহেরপুরের গাংনী উপজেলার এক অজপাড়া গায়ে আব্দুল ওয়াদুদ ও শেফালী খাতুনের গোল জুড়ে ২০০৬ সালে ৭ই এপ্রিল কোল জুড়ে জন্ম নেয় এম. আলছাহাব মল্লিক। তার জন্ম গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম।

আধুনিকতার ছোঁয়ায় ইন্টার অধ্যায়নরত অবস্থায় কব্জা করে নেন youtube ও facebook। এম. আলছাহাব মল্লিক গাংনী পাইলট মডেল কলেজে অধ্যায়নরত বলে জানা যায়।

এম. আলছাহাব মল্লিক বলেন, আমি একজন ইউটিউবার একাধারে ইউটিউব কপিরাইট এক্সপার্ট ফেসবুক আপডেট এক্সপার্ট ও ইউটিউব এক্সপার্ট। করোনা কালীন সময়ে অনলাইনে মানুষকে বিভিন্ন সহযোগিতা ও প্রতিযোগিতার মাধ্যমে আমেরিকা থেকে একাধিক ইউটিউব চ্যানেল থেকে সিলভার এবং গোল্ড প্লে বাটন পুরস্কার স্বরূপ অর্জন করেছি। তাছাড়া মানুষের ফেসবুকের টেকনিকাল কোন সমস্যা হলে আমি মুহূর্তের মধ্যেই তার সমাধান করতে পারি। বর্তমান যুগ আধুনিক যুগ, এই যুগে ইউটিউব ও ফেসবুক থেকে অর্থ উপার্জনের অনেক সুযোগ রয়েছে। আমি আমার সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণের মাধ্যমে এলাকার মানুষের ক্যারিয়ার গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়াও আমি বাংলাদেশে SEO করে দেশে বেশ সাড়া ফেলেছি।

স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থী জানান, এম. আলছাহাব মল্লিক কাজ শিখে লেখাপড়ার পাশাপাশি সাংসারিক খরচ চালাতে পারছি। এলাকার বেকার যুবক ছেলেমেয়েরা চাইলে স্বাচ্ছন্দভাবে অর্থ উপার্জন করতে পারে। বেকার বসে না থেকে youtube ফেসবুকে ক্যারিয়ার করার জন্য অনুরোধ জানান।

(YouTube copyright expert Meherpur M. Alsahab Mallick

M. was born on April 7, 2006 in the lap of Abdul Wadud and Shefali Khatun in an Ajpara Gaye of Meherpur’s Gangni Upazila. Alsahab Mallick. He was born in Banshbaria village of Gangni upazila.

With the touch of modernity, YouTube and Facebook took hold while studying. M. Alsahab Mallik is said to be studying at Gangni Pilot Model College.

M. Alsahab Mallik said, I am a YouTuber, YouTube Copyright Expert, Facebook Update Expert and YouTube Expert. During the Corona period, I have won silver and gold play button awards from multiple YouTube channels from America through various collaborations and competitions to help people online. Moreover, if there is any technical problem of people’s Facebook, I can solve it in a moment. Current age is modern age, in this age there are many opportunities to earn money from YouTube and Facebook. I am trying to develop the career of local people through training with my overall support. Moreover, I have done SEO in Bangladesh and got a good response in the country.

Many students studying in school and college said that M. Alsahab Mallick learns to work and can manage family expenses along with education. The unemployed youth of the area can easily earn money if they want. Request to make a career on YouTube Facebook instead of sitting unemployed)

 

আপনার মতামত লিখুন :