আল্পনা আঁকি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:58 PM, 14 January 2022

দেখা হয়না কতো কাল
কতো দিন কতো মাস কতো বছর
মাসের পর মাস কােটে যায়
কেটে যায় কতো প্রহর!

মনে হয় এই বুঝি তুমি এলে
বুক ধরফর করে আতকে ওঠে মন
লেনা দেনার পালা শেষ হয়েও হয়না শেষ
চুপটি করে হাতটি ধরে বেশরম

অপলক চাহনি দুটি হৃদয়ের আলিঙ্গন।।
জোসনা ভরা রাত আকাশে চাঁদ
মেঘ খেলছে চাঁদের সাথে
চাঁদ তাঁরা মিলেমিশে একাকার
বসুন্ধরা সেজেছে অপরুপে আজ!

গাংঙ্গে জোয়ার ওঠে শিহরিত মন
মনের অজান্তে আল্পনা আঁকি তোমায় নিয়ে
ভরা গাংঙ্গে নৌকা ভসাই
গাই গান তোমায় নিয়ে!

ভাবনার গভীরে ভালোবাসার স্পন্দন
ক্ষনে ক্ষনে ভাবনার গভীরে মগ্নরত মন
আল্পনা আঁকতে গিয়েও নশ্বর হয়ে যায়
ভাবনার গভীরে রাখতে পারিনা তোমায়।

লেখকঃহাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :