অবৈধ ব্যবসা করে শতকোটি কালো টাকার মালিক নূর ইসলাম ..এম এ খালেক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:04 AM, 29 October 2020

মেহেরপুরের গাংনীতে বিএনপি নেতা নীর ইসলামের বিরুদ্ধে আওয়ামীলীগ কর্মীদের নির্যাতন ও জাল স্ট্যাম্প ব্যবসা সহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছে এলাকাবাসি। বুধবার দুপুরে আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ জুগিন্দা গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ১২ টায় গাংনী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সাবেক মেয়র আহমেদ আলী, শহর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু,প্রয়াত ইউপি সদস্য জাফর আলীর ছেলে আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব প্রমুখ।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক বলেন, গত ২০ অক্টোবর ইউপি সদস্য পদে উপনির্বাচনের ফলাফল ঘোষনার পর জাল স্ট্যাম্প ব্যবসায়ী নুর ইসলামের নেতৃত্বে রাতভর আওয়ামীলীগ নেতা কর্মীদের উপর তান্ডব জুলুম নির্যাতন করা হয়।

নির্যাতনকারীদের হাত থেকে রক্ষা পাইনী বাড়ির গৃহবধুরাও। তিনি আরো বলেন, কয়েক বছর আগেও নুন আনতে পানতা ফুরালেও অবৈধ জাল স্ট্যাম্প, ইটভাটা,ট্রাক ও ঠিকাদার ব্যবসা নিয়ন্ত্রন সহ নানা অবৈধ ব্যবসা করে শতকোটি কালো টাকার মালিক হয়েছেন বাহাগুন্দা গ্রামের নুর ইসলাম। অবৈধ কালো টাকা আর কথিত ক্ষমতার দাপটে প্রবাসীর বৌ ভাগিয়ে নেয় নুর ইসলাম।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সাবেক জেলা প্রশাসক আতাউল গনী, নুর ইসলামের জাল স্ট্যাম্প ব্যবসা বন্ধ করে দিলেও আবার শুরু করেছে। কোন স্কুলে না পড়লেও জাল সার্টিফিকেট নিয়ে দলিল লেখন ও স্ট্যাম্পের লাইসেন্স নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির দেশে নুর ইসলাম সহ তার সহযোগিরা কালো টাকা ছিটিয়ে অশান্তির সৃষ্টির পায়তারা করছে।

গোয়েন্দা সংস্থার উদ্যোশে এম এ খালেক বলেন,নুর ইসলামের অবৈধ কালো টাকার উৎস সম্পর্কে অনুসন্ধান করুন। তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে।

নুর ইসলাম অবৈধ কালো টাকা দিয়ে জামায়াত বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তার অবৈধ টাকা দিয়ে বিএনপির লোকজনদের আওয়ামী লীগে অনুপ্রবেশ করাচ্ছে।

জুগিন্দা গ্রামের উপ নির্বাচনে জামায়াত বিএনপির সাথে আতাত করে মফিজুল ইসলামকে বিজয়ী করলেও আসল ভোট সামনে সেদিন দেখবো জাকিরের বিরুদ্ধে কোন শক্তি মাঠে নামে।

আপনার মতামত লিখুন :