২ নং ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাংবাদিক মিজানুর রহমান জনি
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মিজানুর রহমান জনি । বুধবার মেহেরপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ইতিমধ্যে মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মিজানুর রহমান জনি সহ ০৭ জন । উল্লেখ্য ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, আপিল দায়ের ২০, ২১ ও ২২ মে। আপিল নিষ্পত্তি ২৩, ২৪ ও ২৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোট গ্রহণ ১৫ জুন।
সাংবাদিক মিজানুর রহমান জনি ২ নং ওয়ার্ডবাসী সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।