২১শে আগষ্ট নিহতদের স্মরণে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা
২০০৪ সালের ২১শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং হামলার আসামিদের ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুজিবনগর পি ডব্লিউ ডি রেষ্ট হাউজ চত্বরে উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুর আয়োজনে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতা এর সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চান্দুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনাখালী ইউপি চেয়ারম্যান মোফিজুর রহমান,দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক নাসিরউদ্দীন আহমেদ (বাবলু),বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবার রহমান মধু,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,অর্থবিষয়ক সম্পাদক শায়েস্তা খাঁন,মোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম(অপা গাইন),দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাকিম হক খোকন,উপজেলা যুব মহিলালীগের সভাপতি তহমিনা খাতুন,সম্পাদক তসলিমা খাতুন,উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, মুজিবনগর উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন,সম্পাদক শেখ শাকিব, মোনাখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন, বাগোয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব রানাসহ আওয়ামীলীগ,যুবলীগ,মহিলাযুবলীগ,সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।