১৫ ও ২১-শে আগস্ট শহীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:44 AM, 23 August 2022

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দৌলতপুরে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার অন্তর্গত তারাগুনিয়া,ফারাকপুর হিসনাপাড়ায় গ্রামে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ মোফাজ্জেল হক, সদস্য, তথ্য ও গবেষণা উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধু দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন দেশের জন্য দিয়ে গেছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই।

এ সময় দোয়ার মাহফিল ও শোকসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন কৃষি বিষয়ক সম্পাদক, সাবেক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ, বিশেষ বক্তা: বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক (সাবেক), দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সহ-সভাপতি বঙ্গবন্ধুর শিক্ষা ও গবেষণা পরিষদ, কুষ্টিয়া জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাইফুল ইসলাম জাদু মোল্লা, সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ। বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, উপদেষ্টা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, কেন্দ্রীয় কমিটি। মোঃ মোস্তাফিজুর রহমান (খালেক) সিনিয়র সহ-সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, দৌলতপুর উপজেলা শাখা । মোঃ তোফাজ্জেল হোসেন হাবলু, সহ-সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, দৌলতপুর উপজেলা শাখা। মোঃ লুৎফর রহমান ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্য উজ্জ্বল মেম্বর, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্টজনেরা।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম (জাদু) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন দৌলতপুর উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক মোঃ আকরাম হোসেন।

আপনার মতামত লিখুন :