১১ কোটি টাকা ব্যয়ে গাংনীতে চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:29 PM, 22 February 2024

মেহেরপুরের গাংনী পৌরসভায় চারটি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডাঃ এ এস এম নাজমুল হক সাগর। 

আজ বৃহস্পতিবার গাংনী পৌর এলাকার বিভিন্ন স্থানে গিয়ে প্রধান অতিথি হিসেবে থেকে তিনি এ প্রকল্প গুলোর উদ্বোধন ঘোষনা করেন।

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি রাস্তা ও দেশের ৩০টি পৌরসভায় পানি সরবারহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ডাম্পিং ষ্টেশনের উদ্বোধন করা হয়। ডাম্পিং ষ্টেশনসহ চারটি প্রকল্প কাজের ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা।

বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ডাঃ এ.এস.এম. নাজমুল হক সাগর সরকারের  বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরেন জনগনের সামনে।

অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :