হেরোইন রাখার অভিযোগে গাংনীর মতিয়ারের যাবজ্জীবন জেল
মেহেরপুরে হিরোইন রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় মতিয়ার রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড,১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে জেলা অতিরিক্ত ও দায়রা জজ আদালত।
গতকাল সোমবার(২০-জুন) দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস-এ রায় দেন। মতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার আনোয়ার হোসেন।
মামলার বিবরণে জানা যায়,২০১২সালের ১৪-মে গাংনী র্যাব -৬ এর এস আই আবুল কালামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মতিয়ারের বাড়িতে ৩২ গ্রাম হেরোইনসহ মতিউর রহমানকে আটক করে।ওই ঘটনায় এসআই আবুল কাশেম বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার টেবিলের ১(খ) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। যার জি আর কেস নং ৩১২/১২ সেশন নং ১১৫/১২। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি মতিউর রহমান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) ধারার টেবিলের ১(খ) ধারায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি মতিউর রহমান পলাতক থাকায়, সে আটকের দিন থেকে তার সাজার মেয়াদ গননা শুরু হবে। মামলার রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামি পক্ষে এডভোকেট রাশেদুল হক জুয়েল কৌশলী ছিলেন।