গাংনীর হাটবোলিয়া সংযোগ সড়কে যাত্রী ছাউনি অপসারণের দাবীতে স্মারকলিপি প্রদান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:31 PM, 24 September 2024

মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী বাস স্ট্যান্ড এলাকায় মেহেরপুর কুষ্টিয়া হাটবোলিয়া সংযোগ সড়কে যাত্রী ছাউনি অপসারণ করে একনেকে পাস করা নকশা অনুযায়ী সড়ক তৈরি করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর স্মারকলিপি গ্রহণ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের রাস্তার উন্নয়ন কাজের স্বার্থে রাস্তার পাশে থাকা জেলা পরিষদের ১৪ টি যাত্রী ছাউনির মধ্যে ইতোমধ্যে ১৩ টি যাত্রী ছাউনি অপসারণ করা হয়েছে। কিন্তু গাংনি বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনি অপসারণ না করায় সেখানে যান চলাচলে ঝুঁকি বহন করছে।

এলাকাবাসী দ্রুত যাত্রী ছাউনিটি অপসারণ করে মূল নকশা অনুযায়ী সড়ক তৈরি করার জন্য অনুরোধ জানানো হয়। স্মারকলিপি প্রধান কালে মার্কেট মালিক সমিতির সহ-সভাপতি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু, বাজার কমিটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, জাফর আকবর, রেজাউল ইসলাম, মাহবুবুর আলী সাজু।স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামাল উদ্দিন প্রমুখ ও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :