হরতালের বিরুদ্ধে যুবলীগের বিক্ষোভ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:01 AM, 28 March 2021

মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ।
শনিবার বিকালে মেহেরপুর পৌরসভা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। পথসভায় রাষ্ট্রবিরোধী হরতাল না মানার আহŸান জানানো হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম, সাজাদুর রহমান সাজু, মিজানুর রহমান অপু, ইউনুস আলী, শহীদুজ্জামান সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ।

আপনার মতামত লিখুন :