সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:56 AM, 12 September 2021

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলামের (৫২) মৃত্যু হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, আমিনুল সন্ধ্যায় মোটরসাইকেল যোগে জয়পুরহাট থেকে বাড়ি ফিরছিলেন।

খনজনপুর এলাকায় পৌঁছালে গরু বহনকারী একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার আগেই আমিনুলের মৃত্যু হয়।

ধামাইরহাট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে।

আপনার মতামত লিখুন :