স্বামীর আত্মহত্যার ২ দিন পর সাবেক স্ত্রীর আত্মহত্যা চেষ্টা
সাবেক স্বামী অরূপ হালদার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার দুিই দিন পর স্ত্রী অদিতি হালদার হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বুধবার (৬ জানুয়ারি) বিকালে মেহেরপুর শহরের মালোপাড়ায় এ ঘটনা ঘটে। অদিতি মেহেররেপুর হালদার পাড়ার কৈলাশ হালদারের মেয়ে।
অদিতির পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান. আজ বিকালের দিকে অদিতি হালদার তার বাড়ির টয়লেটে ব্যবহৃত হারপিক পান করে। বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, আদিতির অবস্থা আশংকাজনক। ধারনা করা হচ্ছে তার শ্বাস নালীর বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাই তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
উল্লেখ্য মেহেরপুর শহরের হালদার পাড়ার অর্জুন হালদারের ছেলে অরূপ হালদারের সাথে আদিতির বিয়ে হয়। এর পর পারিববারিক কলোহের কারনে ছয় মাস আগে অদিতি আরুপকে তালাক দেয়। এর পর গত সোমবার আরুপ গলায় রশি দিয়ে আত্ম হত্যা করে। আত্মহত্যার আগে অদিতিকে ৮ পৃষ্ঠার প্রেম পত্র লিখে যায়। যাতে অপরুপ অদিতিকে ভালোবাসে জানিয়ে তার মৃত্যুর জন্য কেউ দায়ি না বলে উল্লেখ করেন।