স্বপ্ন সারথি
মাঝে মাঝে মনে হয় অদ্ভুত নিশাচর প্রাণী আমি।
রাত জাগতে ভালো লাগে, ভালোলাগে কথা কইতে তারার সাথে;
রিমঝিম বর্ষন মৃদু ছন্দে,হারিয়ে যেতে চায় মন মেঘের ভেলায়।
এ মন বেধে রাখা যায়না,
হিজালের ছায়ায় বসে,আঁকি ছবি;
জীবনের আনন্দ ব্যাথা মিলেমিশে একাকার!
হারানো দিনের চেনা সুর কেন জানি মনে পরে;
এ যেন আলোর মাঝে বিভীষিকা অন্ধকার।।
তবুও পথ চলতে হয়,চলে আলোর খোঁজ ;
মাঝে মাঝে মনে হয়,আমি স্বপ্ন সারথি,
স্বপ্নের মাঝে খুঁজে পাই জীবনের পূর্ণতা ;
জীবন ছোট হলেও ভোগ করতে হয় কর্ম ফল;
জীবন নয় জীবিকার তাগিদে মানুষ ছোটে হন্নে হয়ে।
কত কথা রয়ে যায় অগোচর,
বিরহ এলেই-সুখের কথা ভুলে যাওয়া সৃষ্টির সেরা জীব আমি;
অথচ সুখের সময় কতই করি আমোদ প্রমোদ,
বিরহ জীবনে একবার বা দু’বার আসে;
সুখ হাতছানি দেয় বারবার।
আমি সেই স্বপ্ন সারথি যে বিরহের ধূম্র জাল ভেঙ্গে করি খান খান!
লেখকঃহাওলাদার বেলাল