স্বপ্ন রঙিন ঘাটে
উজান গাংয়ের নৌকা মাঝি।
বারেক ফিরে চাও-
খেলা শেষে গোসল করছি আমায় নিয়ে যাও।
ভিটে মাটি সব গেল বিশখালীর পেটে,
আমায় কিন্তু নিয়ে যেও-
স্বপ্ন রঙিন ঘাটে!
সেথায় গিয়ে গড়বো আবার,
রঙিন স্বপ্নের বাড়ি।
থাকবে পাশে আমার প্রিয়া,
পড়ে নতুন শাড়ি!
মাছ ধরতে যাব যখন
সেইনা নতুন গাংয়ে-
আমার প্রিয়া চেয়ে থাকবে ঐ পথ পানে।
তামুক সাজিয়ে আমার জন্য
আনবে যখন সে।
লজ্জা পেয়ে আঁচল দিয়ে মুখটি ডাকবে যে!
চুপটি করে খুবটি করে লজ্জাতে লজ্জাতে সে লাল,
আমার প্রিয়ার হৃদয় খানি বড়ই কোমল;
বিভোর হয়ে চেয়ে থাকি দিবারাত্রি কাল!
স্বপ্ন রঙিন ঘাটে তুমি যেও কিন্তু ভাই;
ছোট্ট ঘর খানি আমার বসার কিছু নাই,
বসতে দিব শীতল পাটি খেতে দিব মোয়া;
আমার বাড়ি আইসো তুমি সামনে আছে খোলা।
নতুন সংসার নতুন বাড়ি-
সুখের নেইকো শেষ;
আবার যেন না ভাঙ্গে এইনা গাঙের ঢেউ!
চারদিকে পাখপাখালি নতুন গাংয়ের চর,
সাদা বক উড়ছে দেখ হাজার হাজার,
বালি হাঁস খেলছে দেখ –
খেলছে রঙিন খেলা!
পানকৌড়ির সকাল বেলা বইছে মিলন মেলা।
উজান গাংয়ের নৌকা মাঝি।
বারেক ফিরে চাও-
নতুন গাংয়ের তীরে আবার করছি বসবাস;
নিতে যদি চাও আমায় আমি যাব না;
নতুন গাংয়ের ভালোবাসায় এ মন দিওয়ানা।
জানি একদিন ভেঙ্গ যাবে সাধের বাড়ি ঘর।
গাংয়ের একুল ভাঙ্গে ও কুল ঘরে
এইতো খেলা তার;
উজান গাং য়ের নৌকা মাঝি-
তোমায় বলে রাখি,
ভাটিয়ালি গেয়ে তোমার মনে সুখ
পাওকি?
সুখ যদি পাও গেয়ে যাও
তোমার জয়গান-
মন পিঞ্জিরার মাঝে আমার ঐনা প্রভুর নাম!
লেখকঃহাওলাদার বেলাল
২৮/৬/২২,সময়ঃ ১.৪০মি.