স্বপ্নের মুজিবনগর গড়ে তোলার লক্ষে গ্লোব ও ফোয়ারা স্থাপন…ইউএনও
মেহেরপুরের মুজিবনগরকে নান্দনিক রুপে সাজাতে গ্লোব ও ফোয়ারা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। মঙ্গলবার সন্ধ্যায় কেদারগঞ্জ বাজার ও মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গ্লোব ও নান্দনিক ফোয়ারার উদ্বোধন কালে তিনি একথা বলেন। তিনি বলেন মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির পরিকল্পনা ও নির্দেশনায় স্বপ্নের মুজিবনগর উপজেলা গড়ে তোলার লক্ষ্যে এ স্থাপনা তৈরি করা হয়।
ফোয়ারার আলো নিভে যাওয়ার আগে লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি সহ কয়েকটি রংয়ের বর্ণিল পানির নাচন ছিল আনন্দের ছাপ। উদ্বোধনের পরপরই অনেকেই মোবাইল ফোনে নান্দনিক দৃশ্য ধারন করে। সৌন্দর্য্যে ছেয়ে গেছে বাজার এলাকা। দেখে মনে হবে যেন নৈসর্গিক পরিবেশ। এসময় অনন্যা পার্কের পরিচালক হাসানুজ্জামান লাল্টু,স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।