স্ত্রীকে ফিরে পাওয়ার দাবি
স্ত্রীকে ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাহমুদুর রহমান। মাহবুবুর রহমান মেহেরপুর শহরের বড় বাজারের মৃত রফিকুর রহমান বাবলুর ছেলে।
শনিবার বিকালে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৭ ফেব্রæয়ারি বিকালে আমার অনুপস্থিতিতে আমাকে কিছু না জানিয়ে আমার শ^শুর তুষার ইবনে সাদাত ও আমার শাশুড়ী আমার বাসা থেকে আমার স্ত্রী জারিন বিনতে সাদাত (দিশা) কে নিয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। গত ২ মার্চ দুপুরে আমাকে এসএমএস করে জানায় আমার শাশুড়ী আমার স্ত্রীকে ঢাকা অথবা অন্য কোথাও নিয়ে গিয়েছে। এর পরের দিন দুপুরে আমার স্ত্রী এসএমএস করে জানায় সে বিপদে আছে। এর পর থেকে আমি তার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। পরের দিন আমি আমার আম্মুর ফোন থেকে আমার শ^াশুড়ীকে ফোন দিই। তখন আমি জানতে পারি আমার শ^াশুড়ী আমার স্ত্রী দিশাকে জোরপূর্বক কোন এক রিহাব সেন্টারে আটকিয়ে রেখেছে। তিনি আমাকে আমার স্ত্রীর সাথে কোন প্রকার যোগাযোগ না করার হুমকি দেন। এরপর আমি গত ৩ মার্চ মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যার নং-১৪৬। এখন আমার শ^শুরের পরিবার আমার বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্র করছে। এমনকি আমি মনে করি আমাকে যেকোন সময় আমার শ^শুরকুলের লোকজন হত্যা করতে পারে। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কাছে আমার স্ত্রী ফেরত সহ ব্যক্তিগত নিরাপত্তা আবেদন করছি।