সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় গাংনীর আলম নিহত
সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আলম হোসেন(৪০) নিহত হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় ১টার দিকে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত আলম হোসেন ভবানীপুর গ্রামের মৃত ইদু মিয়ার ছেলে।
সৌদি আরব থেকে আলী হোসেন জানান, সৌদি আরবের রিয়াদ শহরে আজিজিয়া সড়কে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে যাওয়ার সময় প্রাইভেট কারের ধাক্কায় নিহত আলম হোসেন নিহত হন। নিহত আলম হোসেনের মৃতদেহ ছমছিয়া হাসপাতালের বাজারে রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সচলতা ফেরাতে গত ১৮ বছর পূর্বে সৌদি আরবে পাড়ি জমান আলম হোসেন। দুই সন্তানের জনক আলম হোসেন। ছেলে সন্তানটি বর্তমানে সৌদি আরবে রয়েছেন এবং মেয়ে সন্তানটি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। সৌদি আরবে আইনগত প্রক্রিয়া শেষে আলম হোসেনের মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।