সোমবার থেকে এক সপ্তাহের জন্য ‘লকডাউন’
“করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারী সামাল দিতে আবারও ‘লকডাউনের’ ঘোষণা। সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।” জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার ফতেপুর মরগাং খাল পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে জুমের মাধ্যমে বক্তব্য দানকালে তিনি বলেন, সারাদেশে”করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য দেশব্যাপী লকডাউন শুরু করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন লকডাউনের ওই সময়ে সকলকে ঘরে থাকার আহ্বান জানান, একইসাথে তিনি সকলকে মাস্ক ব্যবহারসহ সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।