সূর্যের দেখা মেলেনি মেহেরপুরে

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:47 PM, 17 January 2024

মেহেরপুরে আজও কমেছে তাপমাত্রার পারদ। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ সীমাহীন কষ্টের মধ্যে সময় পার করছেন। খড়কুটো কিংবা বাঁশ-কাঠের খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে।

বুধবার (১৭ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস মেহেরপুর সহ এ অঞ্চলে সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

সকাল থেকেই রাস্তাঘাট শূন্য অবস্থা বিরাজ করছে। কাজের প্রয়োজনে ঘর থেকে বের হলেও তীব্র শীত আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাফেরা। কাজ না পেয়ে চরম বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের শ্রমজীবী মানুষ। চায়ের দোকান আর বাড়িতে বসে বসে সময় পার করছেন অনেকে।

হাড়াভাঙ্গা গ্রামের রাজমিস্ত্রি সুমন হোসেন বলেন, গত ১০ দিন ধরে কাজ করতে গিয়ে নানা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সকালে একজন মিস্ত্রি আসে তো জোগালে আরেকজন আসেন না। আবার মালামাল বহনের জন্য সময়মত ভ্যান গাড়ি পাওয়া যায় না। তীব্র শীতের কারণেই এসব হচ্ছে। এজন্য আমাদের আয় রোজগারে ভাটা পড়েছে।

বামন্দী শহরের ভ্যান চালক হাবিল উদ্দিন বলেন, আমি সবসময় ভোর থেকে ভ্যান চালায়। শীত আর কুয়াশার কারণে এখন রাস্তায় যাত্রী তেমন একটা পাচ্ছি না। দীর্ঘ সময় বসে থেকেও মিলছে না প্রয়োজনীয় সংখ্যক যাত্রী।

এছাড়াও মেহেরপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়াতে পোশাকের দোকানে গরম কাপড় কেনাবেচা বেড়েছে।

আপনার মতামত লিখুন :