সুষ্ঠ সুন্দর পরিবেশে এসএসসির গণিত পরীক্ষা সম্পন্ন
হাওলাদার বেলাল,ঝালকাঠিঃঝালকাঠির রাজাপুর বড়ইয়া কেন্দ্র নম্বর ৫২৩ এ ২০২২ সালের এস এস সি গনিত পরীক্ষা সুন্দর ও সুষ্ঠ ভাবে
সম্পন্ন হয়েছে।
সরেজমিনে গিয়ে এ খবর নিশ্চিত করেছেন গাংনীর চোখের সিনিয়র প্রতিবেদক হাওলাদার বেলাল। আজ (বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর) এস এস সি পরীক্ষা বড়ইয়া কেন্দ্র নম্বর ৫২৩ এ সরেজমিনে গিয়ে দেখে যায় এ কেন্দ্র কোনো প্রকার বহিষ্কারের ঘটনা ঘটেনি।
এমনকি দায়িত্বে কর্তব্যরত হল সচিব, টিম এবং শিক্ষকগণ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
আরো দেখা যায় পরীক্ষার্থীরা তাদের গণিত পরীক্ষা সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পন্ন করেছেন।