সুশান্তকে হত্যার পরিকল্পনা করেছিলেন মহেশ ভাট ও রিয়ার বাবা!
সুশান্ত হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআইয়ের হাতে এখন। কিন্তু সংস্থাটির হাতে দায়িত্ব যাবার পর থেকেই একের পর এক নতুন মোড় নিচ্ছে মামলাটি। তবে সুশান্তের কাজের মানুষদের অভিযোগে মিলছে রিয়ার প্রতি ক্ষোভ ও অনীহা। এবার অভিনেতার জিম ইন্সট্রাক্টর সুনীল শুক্ল জানিয়েছেন, প্রেমিকা রিয়ার বাবা ও ‘সুগার ড্যাডি’ মহেশ ভাটের পরিকল্পনাতেই খুন হয়েছেন সুশান্ত।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে এ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তার ভাষ্য, ‘রিয়া চক্রবর্তীর দুই বাবাই সুশান্ত হত্যার জাল বুনেছিলেন।’সুনীল তার বক্তব্যের স্বপক্ষে বলেন, ‘রিয়ার প্রথম বাবা চিকিৎসক ইন্দ্রজিৎ চক্রবর্তী অন্যদিকে রিয়ার ‘সুগার ড্যাডি’ মহেশ ভাট। এ দুজনে সুশান্তকে হত্যার জাল বিছিয়েছেন। রিয়ার বাবা নিয়মিত সুশান্তকে ওষুধ দিতেন। এমনকি ৮ জুন রিয়া সুশান্তের বাড়ি থেকে চলে যাওয়ার পরেও কেউ সুশান্তকে রোজ ওষুধ দিতেন। তখন তো রান্নার লোক নীরজ, সিদ্ধার্থ পিঠানি আর পরিচারক দীপেশ সাওয়ান্ত বাড়িতে থাকত। তাহলে ওষুধ দিত কে?’
এমন অনেক প্রশ্নই তৈরি হচ্ছে, যার সমাধান খুঁজছে সিবিআই। সুনীল আরও জানান সুশান্তের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। সুশান্ত জিম করতেন আর মাল্টিভিটামিন খেতেন। সুশান্তের মৃত্যু যে সাধারণ নয়, এ বিষয়ে তিনি নিশ্চিত।
সূত্রঃসময় টিভি
Mahesh Bhatt and Riya’s father planned to kill Sushant!
The CBI is now in charge of investigating Sushant’s murder. But since the company took over the responsibility, the case has been taking a new turn one after another. However, Sushant’s work people are getting angry and reluctant towards Riya. This time, actor’s gym instructor Sunil Shukla has said that Sushant was killed as per the plan of his girlfriend Riya Baba and ‘Sugar Daddy’ Mahesh Bhatt.
He made the explosive remarks in an interview with Indian media Times Now. “Riya Chakraborty’s two fathers plotted to kill Sushant,” he said. These two have spread the net of killing Sushant. Riya’s father used to give medicine to Sushant regularly. Even after Riya left Sushant’s house on June 6, someone used to give her daily medicine. At that time the cooks Neeraj, Siddhartha Pithani and the attendant Deepesh Sawant used to stay at home. Then who gave the medicine? ‘
Many questions are being created, the CBI is looking for a solution. Sunil further said that he had regular contact with Sushant. Sushant used to go to the gym and take multivitamins. He is sure that Sushant’s death is not normal.
Source:somay TV