সীমান্ত নদীতে মিলল যুবকের ভাসমান লাশ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:38 AM, 26 June 2021

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার সীমান্তের এপারে নাগর নদী থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার উপজেলার ধর্মগড়ের শাহানাবাদ এলাকার সীমান্তের ৩৭২/৭ এস পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে নাগর নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর হবে।

স্থানীয়দের বরাত দিয়ে রাণীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল জানান, দুপুরে বাংলাদেশের ভেতরে নাগর নদীতে একজনের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই যুবকের পরনে জিন্স প্যান্ট, সবুজ টি-শার্ট ও মুখে মাস্ক ছিল। সুরতহাল রিপোর্ট করার সময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, ওই যুবক বাংলাদেশি অথবা ভারতের হতে পারে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

আপনার মতামত লিখুন :