সিলেটে ডাক্তারদের উপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:05 PM, 22 January 2024

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও অ্যাম্বুলেন্সসহ সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনায় মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রানির সভাপতিত্বে মানববন্ধনে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্যঃ শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনায় নিহত রোগীর মৃত্যু ঘোষণাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :