সিরিজ বোমা হামলার প্রতিবাদে গাংনীর তেঁতুলবাড়িয়ায় আওয়ামীলীগের আলোচনা সভা
মেহেরপুরের গাংনীতে ২০০৫ সালের ১৭ ই আগষ্ট বিগত জোট সরকারের সময় একযোগে দেশের ৬৩ টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা করেছে তেঁতুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ।
আজ সোমবার বিকাল ৫ টায় তেঁতুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেঁতুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ আলির সভাপতিত্বে ও তেঁতুলবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।
এসময় আরো বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক নাজমুল হুদা। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য জয়েন উদ্দিন,বজলুর রহমান, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ , তেঁতুলবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক সফি, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ ।