সাহিত্যক রফিকুর রশীদ রিজভীর ছেলে ডেন্টিস্ট সৈকতের ইন্তেকাল
কথা সাহিত্যক ও মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক
রফিকুর রশীদ রিজভীর ছােট ছেলে ডেন্টিস্ট শাহরিয়ার মুর্শিদ সৈকত ইন্তেকাল করেছেন (ইন্না–রাজিউন)।
ঢাকার একটি হাসপাতালে কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
ট্রেনের ধাক্কায় আহত হওয়ার কয়েকদিন পর মৃত্যুরকােলে ঢলে পড়েন।
স্থানীয়রা জানান, কথা সাহিত্যক ও মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারি অধ্যাপক
এবং গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়পাড়ার রফিকুর রশীদ রিজভীর
ছােট ছেলে সৈকত । সৈকত ঢাকায় নিজের প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা দিতেন। সৈকত স্ত্রী ও একমাত্র শিশু সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। গত ১৭ অক্টোবর রাতে ঢাকার নিকুঞ্জ এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মরদেহ ঢাকা থেকে গাংনীতে আজ রবিবার বিকেলে পৌঁছানাের কথা রয়েছে।
এদিকে সৈকতের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােকপ্রকাশ করেছেন।