সামাজিক সংগঠন সিএফএইচ এর কমিটি গঠন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:44 PM, 18 October 2020

তরুণ নেতৃত্ব বিকাশ ও অসহায় এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও বেগবান করার লক্ষ্যে আজ ১৮/১০/২০২০ তারিখ বিকেল ৩ টার সময় সংগঠনের পূর্ণাঙ্গ সমন্বয়ক কমিটি ও জোন ভিত্তিক ইয়ুথ এম্বাসেডরদের নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন। কমিটি ও এম্বাসেডরদের তালিকা যথাক্রমে দেওয়া হলো-

প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজন, সমন্বয়ক (সার্বিক) সবুজ আহমেদ খাঁন, উপ- সমন্বয়ক রাশেদুল পারভেজ (শাকিল), অতিরিক্ত সমন্বয়ক নাহিয়ান রাজ, অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেন, সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া আদনান সাকি, সমন্বয়ক লজিস্টিক রোমান সাব্বির, এডিটর সামি উল ইসলাম, সমন্বয়ক কালচারাল সাহাবুদ্দিন সাজ্জাদ উদয়, সমন্বয়ক অফিস রওফন আহমেদ
মেন্টর যথাক্রমে- জুবায়ের নিদ্রা, আরিফুজ্জামান অনিক, মোমিনুল হক মোমিন, শোবনম শোভা, আরিয়ান সজিব, জুবাইদা নূর, ইরফানা তানসনুবা অদিতি, রাকিবুজ্জামান রিংকু, মোঃ আশিক, আকাশ মাহমুদ, মোঃ শিমুল ইসলাম, পারভেজ হোসেন।

বিভিন্ন জোন ভিত্তিক যারা এম্বাসেডর হিসাবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হালিম (ইয়ুথ এম্বাসেডর গাংনী উপজেলা), মাহমুদা রহমান মিম (গাংনী পৌর), উমায়ের হোসেন অর্ক (মটমুড়া ইউনিয়ন), রাকিবুল ইসলাম (বামুন্দি ইউনিয়ন), সাব্বির হোসেন পলক (তেতুলবাড়িয়া ইউনিয়ন), কামরুজ্জামান রবিন (ষোলটাকা ইউনিয়ন), সোহরাব হোসেন (ধানখোলা ইউনিয়ন ক), মোঃশিমুল ইসলাম (সাহারবাটি ইউনিয়ন), মিফতাহুল ইসলাম (আবিদ), মুজাহিদ খান জাহিদ (ধানখোলা ইউনিয়ন খ), সাব্বির হোসেন নাহিদ (শ্যামপুর)

আপনার মতামত লিখুন :