সাংবাদিক মহাসিন আলীর ইন্তেকাল
মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অফিস সহকারি ও মাথাভাঙ্গা পত্রিকার মেহেরপুর ব্যুরো প্রতিনিধি মহাসিন আলী ইন্তেকাল করেছেন ( ইন্না——- রাজিউন)।
রবিবার ভোরের দিকে মেহেরপুর শহরের শিশু বাগান পারাস্থ্য তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মরহুম মহাসিন আলীর স্ত্রী, এক ছেলে এক মেয়ে রয়েছে।
সাতক্ষীরা জেলার বাঁশদেহ গ্রামের বাসিন্দা মহাসিন আলী ১৯৮৪-৮৫ সালের দিকে মেহেরপুর সদর উপজেলার জাদুখালী স্কুল ও কলেজে অফিস সহকারী হিসেবে চাকরি জীবন শুরু করেন। পরে তিনি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজে অফিস সহকারী হিসেবে যোগদান করেন। ২০০১ যশোরের রানার পত্রিকায় মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে মাথাভাঙা পত্রিকার ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।