সন্ধায় প্রকাশ হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বুধবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এই পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারাদেশে ৭৯৭টি কলেজের চার লাখ ৩০ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করেছিল। প্রমোশনের হার শতকরা ৯৪ দশমিক ৫৮ ভাগ।
বুধবার (০২ সেপ্টেম্বর) বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সময় সংবাদের।
আরও পড়ুন
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫৮২ জন শনাক্ত
সিনহার মৃত্যু নিশ্চিত জেনে আনন্দ প্রকাশ করেন ওসি প্রদিপ
বুধবার সন্ধ্যা ৬টা থেকে SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। তার জন্য যেকোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করলে প্রকাশিত ফলাফল জানতে পারবেন।
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। তার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/result এবং www.nubd.info তে প্রবেশ করে ফলাফল জানা যাবে।