কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন- সংবিধানে সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। মন্ত্রী আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন-বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোন রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। দেশে খাদ্য সঙ্কট হবেনা। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত। আমন ধানের সরকারী দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টি বিষয়ে মন্ত্রী বলেন- আমনে উৎপাদন খরচ কম।
এই সময় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপিসাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহ কৃষি মন্ত্রণালয়ের সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখে কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com